2025-09-01
Ramnagar, Agartala,Tripura
দেশ

তিন দিনের জন্য উত্তরাখণ্ডে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরাখণ্ডে টানা বর্ষণ ও মেঘফাটলে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্যের সব জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সরকার সার্বক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার কার্য চালাচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই মুহূর্তে গোটা উত্তরাখণ্ডে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিটি জেলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। ধারালি ও রুদ্রপ্রয়াগের একাধিক স্থানে বিপর্যয় নেমে এসেছে। উত্তরকাশী, বাগেশ্বর, পিথোরাগড়, উদ্যম সিং নগর এবং হরিদ্বারে বহু এলাকা জলে ডুবে আছে। এমনকি দেহরির ঘানসালি অঞ্চলেও মেঘফাটল ঘটেছে।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণশিবিরে খাদ্য, ওষুধ, পোশাক এবং শিশুদের জন্য দুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি সংস্থাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বিনোদ কুমার সুমন জানান, আগামী তিন দিনের জন্য সব জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সমতল অঞ্চলে জলাবদ্ধতা মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এর আগে রবিবার মুখ্যমন্ত্রী ধামি সতর্ক করে জানিয়েছিলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ এবং সব দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নানক সাগর বাঁধে নিবিড় নজরদারি চালানো হচ্ছে, যা আপাতত বিপদসীমার পাঁচ ফুট নিচে প্রবাহিত হচ্ছে।

এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসকদের ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দেন। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে, ভূমিধস-প্রবণ রাস্তাগুলিতে কড়া নজরদারি এবং সমতলে জলাবদ্ধতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service