জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য পুলিশের মহা নির্দেশকের অনুপস্থিতিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করল ত্রিপুরা স্টেট জামিয়ত উলামা ই হিন্দ। শনিবার ত্রিপুরা স্টেট জামিয়ত উলামা ই হিন্দের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরের যায় রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশান প্রদান করার জন্য।
কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য। তারপর তারা পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে দেখা করে তাদের দাবি সনদ জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেয়। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে রানিরবাজারে মূর্তি ভাঙ্গার সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হোক।
একই সাথে যারা সংখ্যা লঘুদের বাড়ি ঘর ভেঙ্গেছে, তাদেরকেও শাস্তি প্রদান করা হোক। যাদের বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করা হোক। এইদিন তারা প্রশ্ন তোলে এত বড় ঘটনার সাথে যুক্ত থাকার জন্য পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে, তারা কিভাবে জামিন পেয়েছে।
Leave feedback about this