2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা আটক ৮ যুবক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাকারবারের সঙ্গে চুরির ঘটনাও সংঘটিত করছে একাংশ যুবক। এমনই ৮ জনকে রবিবার রাতে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিস বিভিন্ন জায়গা থেকে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

প্রথমে রাজধানীর বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস জানতে পারে এদের গ্যাং এ আরও লোক রয়েছে। সেই মোতাবেক আগরতলা টাউন হল এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে জালে তুলে পুলিশ। শিশু উদ্যান এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়।

অভিযোগ ধৃতরা নেশা কারবারের পাশাপাশি চুরির সাথেও যুক্ত। তাদের কাছ থেকে তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা ও কিছু গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিস। একথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কে কিরণ কুমার।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service