2025-10-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তারানগরের দিঘালিয়া বাজারে শারদোৎসব উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত খাদ্যমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের উদ্যোগে শারদোৎসব ২০২৫ উপলক্ষে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর আজ সন্ধ্যায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো। তারানগরের দিঘালিয়া বাজারে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রেশন কার্ডধারী ভোক্তাদের হাতে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থেকে প্রত্যেক রেশন কার্ডধারীকে প্রদান করেছেন ২ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি। মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে উৎসবের সময় সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

স্থানীয়রা এ পদক্ষেপকে উৎসবের আনন্দ বহুগুণিত করার জন্য যথাযথ এবং প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service