2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

তফাজ্জলের সমর্থনে কুলু বাড়ির অলিগলি ঘুরলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২৫ বছরে যে উন্নয়ন হয়নি বক্সনগরে আগামী দুই বছরের সেই উন্নয়ন হবে এ এলাকায়। দাবি বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের শাসকদল প্রার্থী তফাজ্জল হোসেনের। তফাজ্জল হোসেনের জয় নিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রদেশ বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার নেতৃত্বে বক্স নগরের কুলবাড়ি থেকে শুরু হয়েছে বিশাল পদযাত্রা। প্রসঙ্গত আগামী ৫ই সেপ্টেম্বর বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন। বিজেপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের সমর্থনে সকাল নয়টা থেকে কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অলিগলি গ্রামপথ পদযাত্রার মাধ্যমে পরিক্রমা করা হয়। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, এছাড়াও ছিলেন বিধায়ক কিশোর বর্মন,বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক,জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য,সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম,প্রাক্তন বিধায়ক মফস্বর আলী এবং রাজ্যের যুব মোর্চার সহ-সভাপতি বিকি প্রসাদ প্রমূখ।এ দিনের পদযাত্রায় বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service