2025-11-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তদন্তে অনন্য সাফল্য! কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দক্ষতা পদক পেলেন ত্রিপুরার ইনস্পেক্টর স্বপ্না ভৌমিক

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা পুলিশের এক গর্বের মুহূর্ত। বেলোনিয়া মহিলা থানার ইনস্পেক্টর (UB) স্বপ্না ভৌমিককে তদন্ত ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ২০২৫ সালের কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দক্ষতা পদক (Kendriya Grihamantri Dakshata Padak)-এ ভূষিত করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁর নিষ্ঠা, দ্রুত পদক্ষেপ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।

স্বপ্না ভৌমিক ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বেলোনিয়া মহিলা থানায় দায়ের হওয়া কেস নং 2024WMN029-এর তদন্ত পরিচালনা করেন। মামলা দায়ের হয়েছিল Bharatiya Nyaya Sanhita (BNS)-এর ধারা ১২৭(১), ৯৬, ৭৬, ৬৫(২) এবং POCSO আইনের ধারা ৪-এর অধীনে। এই মামলার রায় ঘোষণা হয় মাত্র ২৫৭ দিনের মধ্যে— যা নতুন ফৌজদারি আইন অনুযায়ী এক উল্লেখযোগ্য সাফল্য।

মামলাটি শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৪ বিকেলে এক অপ্রাপ্তবয়স্ক কন্যার নিখোঁজ ডায়েরি থেকে। ইনস্পেক্টর স্বপ্না ভৌমিক দ্রুত পদক্ষেপ নিয়ে সেই রাতেই কন্যাটিকে উদ্ধার করেন, মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করান এবং পরদিনই (১৫ সেপ্টেম্বর সকালে) তাঁর জবানবন্দি Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)-এর ধারা ১৮৩(৫) অনুযায়ী আদালতের মাধ্যমে রেকর্ড করান।

তদন্তে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মাত্র ৪৭ দিনের মধ্যেই (৩১ অক্টোবর ২০২৪) চার্জশিট দাখিল করা হয় BNS-এর 127(1)/96/76/65(2)/351(2) ধারায় এবং POCSO আইনের ৬ ধারায়। মামলা চলেছে ফাস্ট ট্র্যাক কোর্টে।

বিচার শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কঠোর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা (অপরিশোধে আরও ২ মাসের কারাদণ্ড) প্রদান করে। পাশাপাশি, BNS-এর ১৩৭(২) ধারায় আরও ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়। ভুক্তভোগী কন্যাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে Victim Compensation Scheme-এর আওতায়।

এই মামলা ছিল দেশের নতুন ফৌজদারি আইনসমূহ— Bharatiya Nyaya Sanhita (BNS), Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS) এবং Bharatiya Sakshya Adhiniyam (BSA)-এর অধীনে প্রথমদিকের সফল তদন্তগুলির মধ্যে একটি। যার লক্ষ্য দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা।

ত্রিপুরা পুলিশের মতে, ইনস্পেক্টর স্বপ্না ভৌমিকের এই অর্জন শুধু বিভাগ নয়, রাজ্যের গর্বও বটে। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক দায়িত্ববোধ অন্য কর্মকর্তাদের জন্য উদাহরণস্বরূপ হয়ে থাকবে।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service