2025-02-18
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ড্রোন ক্যামেরার মাধ্যমে জমির সঠিক পরিমাপ নিরূপণে নকশা প্রকল্পের উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জমির সঠিক পরিমাপের জন্য দেশের অন্যান্য শহরের মতো আগরতলা শহরেও নকশা প্রকল্প উদ্বোধন হলো। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধায়িকা মীনা রানী সরকার ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।

ড্রোন ক্যামেরার মাধ্যমে আগরতলা শহরের ৫১ টি ওয়ার্ডের জমির সঠিক পরিমাপ নির্নয় করা হবে। এর জন্য নকশা নামে একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে মঙ্গলবার। এ দিন আগরতলা পৌর নিগমের কার্যালয়ে এই নকশা প্রকল্পের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধায়িকা মিনা রানী সরকার ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা।

দেশের ১১২ টি শহরকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে আগরতলা শহরকেও যুক্ত করা হয়েছে। এই প্রকল্পে একদিকে বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা যেমন জমির পরিমাপ নিরূপণ করবেন, তেমনি ড্রোন ক্যামেরার মাধ্যমেও জমির পরিমাপ নিরূপণ করা হবে। এদিন এই নকশা প্রকল্প সম্পর্কে এমনটাই জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,এই প্রকল্পের মাধ্যমে আগরতলা শহরে কার কতটুকু জমি রয়েছে তার সঠিক পরিমাপ নিরূপণ করা হবে। একই সাথে কি পরিমান জমি সরকারের কাছে রয়েছে তার হিসেবও নিরূপণ করা হবে। এতে করে জমির মালিকরা তাদের বাড়িতে কতটুকু জমি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service