2024-12-16
agartala,tripura
অপরাধ রাজ্য

ড্রাগস সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমতলী থানার পুলিশ ফুলতুলি নয়া পাড়ার দেবজিত ভৌমিকের বাড়িতে তল্লাসি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক দেবজিৎ ভৌমিককে।

মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান গোপন সংবাদের ভিত্তিতে দেবজিৎ ভৌমিকের বাড়িতে তল্লাসি অভিযান চালানো হয়। এসডিপিও আমতলির নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ থেকে ৪২ লক্ষ টাকা হবে। ধৃত দেবজিৎ ভৌমিককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service