জনতার কলম ওয়েবডেস্ক :- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রবিবার এক গুরুত্বপূর্ণ বার্তায় বলেছেন, ভারত ও চীনের উচিত “বন্ধু এবং ভালো প্রতিবেশী” হিসেবে একসঙ্গে কাজ করা। তিনি দুই দেশকে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই মন্তব্য তিনি করেছেন তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে। বৈঠককে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তির প্রেক্ষিতে একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট শি।
শি জিনপিং বলেন, “ড্রাগন আর হাতির একসঙ্গে এগিয়ে চলা অত্যন্ত প্রয়োজনীয়। ভারত ও চীন উভয়েই প্রাচীন সভ্যতার দেশ এবং বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রগুলোর মধ্যে দুটি। আমাদের বহুপাক্ষিকতা বজায় রাখা, বহুধ্রুবীয় বিশ্বকে সমর্থন করা এবং এশিয়া তথা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।”
বৈঠকটি এমন এক সময়ে হলো যখন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে এবং বাণিজ্যিক উত্তেজনা তীব্র হচ্ছে। বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে বড় আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং ভারতের রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এসসিও-র প্রধান অংশীদার ভারত, চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর গুরুত্ব আরও বেড়েছে।
Leave feedback about this