2026-01-09
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলা: অভিযুক্তদের জামিন খারিজ, বাড়ল জেল হেফাজত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক ও চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় আবারও কঠোর বার্তা দিল বিচার ব্যবস্থা। মামলায় গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে ধর্মনগর জেলা ও দায়রা আদালত তাদের আগামী ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

শুক্রবার আদালতে অভিযুক্তদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জামিনের আবেদন জানানো হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে অভিযুক্তদের জামিন দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ফলে পাঁচজন অভিযুক্তকেই ফের জেল হাজতে পাঠানো হয়।

এদিন শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মামলার আইনি দিক তুলে ধরেন বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী। তিনি জানান, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তদের প্রথম দফার জামিন আবেদনেই আদালত তিনজনের জামিন খারিজ করেন। পরবর্তীতে বাকি দুই অভিযুক্তের তরফ থেকেও আলাদা করে জামিন আবেদন করা হলেও আদালত সেই আবেদন গ্রহণ করেনি।

প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এমন পরিস্থিতিতে একের পর এক জামিন খারিজের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মৃতের পরিবার ও সাধারণ মানুষ।

এখন সকলের দৃষ্টি আগামী ২২ জানুয়ারির দিকে। ওই দিন মামলার পরবর্তী শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, তা ঘিরে রাজ্যজুড়ে রয়েছে কৌতূহল ও অপেক্ষা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service