জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলার রামনগর ৮ নং স্থিত নবজাগরণ ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রাখে। এর মধ্যে এখন আবার রাজ্য ব্যাপী চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। এডিস প্রজাতির মশার কামড়েই মূলত ডেঙ্গু হয়ে থাকে। অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপটা অনেকটাই বেশি। বাংলাদেশে ডেঙ্গুর প্রদুর্ভাব দেখা দিয়েছে প্রবল ভাবে। ফলে এর প্রভাব পড়েছে আমাদের রাজ্যে ও। ডেঙ্গু থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হল চারপাশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কোন জায়গায় যেন বৃষ্টির জল জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জমা জলই এসিড মশার উৎপত্তিস্থল। ফলে থাকতে হবে সচেতন। প্রথমবার ডেঙ্গু হলে হয়তো বা বেঁচে যাওয়া যায়। কিন্তু দ্বিতীয়বার হলে আর নেই রক্ষা। ফলে সচেতনতাই একমাত্র বাঁচার উপায়। সেই সচেতনতা বৃদ্ধি করতে নবজাগরণ ক্লাব শনিবার এক কর্মসূচির আয়োজন করে। এদিন দুর্গা চৌমুহনী থেকে রামনগর ৮ নং রাস্তার দুদিকে ড্রেনে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পাশাপাশি ড্রেন পরিষ্কার করে ক্লাবের সদস্যরা। মূলত ডেঙ্গু প্রতিরোধ করতে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিষেক দত্ত, কর্পোরেটর নিবাস দাস, ক্লাব সম্পাদক বিষ্ণুপদ ধর, ক্লাব সভাপতি গৌতম রায় সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। একই সাথে এদিন অতিথিরা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিও অংশ নেন। ক্লাবের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র জানান, ভয় পাবার কিছু নেই । পুর নিগমের পক্ষ থেকে মশা নিরোধের স্প্রে করা হচ্ছে। পাশাপাশি ফগ মেশিনের দ্বারা ধোঁয়া দেওয়া হচ্ছে প্রতিদিন। প্রতিটি ওয়ার্ডেই বিশেষ নজর দেওয়ার জন্য কর্পোরেটরদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে পুর নিগম কাজ করা যাচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রনে।সতর্ক থাকুন নিজের আশপাশ পরিস্কার রাখুন এবং মশারি দিয়ে ঘুমান যেন মশা কামর না দিতে পারে। এদিনের এই কর্মসূচির শেষে ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে শতাধিক জাতীয় পতাকা বিতরণ করা হয়।
রাজ্য
স্বাস্থ্য
ডেঙ্গু প্রতিরোধে ময়দানে নামলো রাজধানী আগরতলার নবজাগরণ ক্লাব
- by janatar kalam
- 2023-08-12
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this