জনতার কলম আগরতলা প্রতিনিধি :-সোমবার রাতে একদল দুষ্কৃতকারী মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-এর বিধায়ক আবাসে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, বিধায়ক আবাসে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেই, যার কারণে বিধায়কদের জীবনহানির আশঙ্কা বেড়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। তার সঙ্গে রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave feedback about this