2024-12-14
agartala,tripura
রাজ্য

ডঃ বি আর আম্বেদকর প্রকৃত অর্থেই ছিল সমাজের শোষিত বঞ্চিত মানুষের প্রাণের মানুষ : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । বলেন ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর ছিলেন প্রকৃত অর্থেই সমাজের নিপীড়িত ও দলিত অংশের মানুষ ।ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর ছিলেন দলিত অংশের মানুষ । তার জন্য বি আর আম্বেদকরকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল । ডঃ বি আর আম্বেদকর প্রকৃত অর্থেই ছিল সমাজের শোষিত বঞ্চিত মানুষের প্রাণের মানুষ । তার জীবন কাহিনী বলে শেষ করার মত নয় ।

আমরা বি আর আম্বেদকরের জীবন কাহিনী পর্যালোচনা করেই ক্ষান্ত থাকি । আমাদের প্রয়োজন ডঃ বি আর আম্বেদকরের জীবন পর্যালোচনা করা । তার থেকে শিক্ষা গ্রহণ করা । তার জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে চলাফেরা করা ।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন , আমরা যারা এই পবিত্র বিধানসভার সদস্য তাদের প্রত্যেকের উচিত বিধানসভাকে মান্যতা দিয়ে চলা । সংবিধানকে মান্যতা দিয়ে চলার অর্থই হলো সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করা ।

আমাদের প্রত্যেকের উচিত ভারতের সংবিধান মেনে চলা ।এদিনের অনুষ্ঠানে মন্ত্রি সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন , আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি কিন্তু কিছু মানুষ আমাদেরকে স্মরণ করে শুধুমাত্র আমাদের কর্মের কারণে । জন্মের কারণে নয় , কর্মের কারণে এই বিশ্ব আমাদেরকে স্মরণ করে থাকে । জীবনে এই সম্মানটুকু নিয়ে বেঁচে থাকতে পারলেই আমরা সার্থক জীবন লাভ করব ।বিধানসভা ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে এদিন সচিবালয়ের কর্মচারী সহ বিধানসভা ভবনের সমস্ত কর্মচারীবৃন্দের উপস্থিতি ছিল । এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে এদিনের অনুষ্ঠান ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service