2026-01-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

ঠান্ডার দাপটে ৬–১০ জানুয়ারি ত্রিপুরায় সমস্ত স্কুলে ছুটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রবল শৈত্প্রবাহের জেরে রাজ্যজুড়ে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। সরকারি, সরকার পোষিত ও বেসরকারি—সব ধরনের স্কুলই আগামী ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি জানান, আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিক রিপোর্ট অনুযায়ী রাজ্যে তীব্র ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আগেই জানানো হয়েছিল, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) এলাকার স্কুলগুলি ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

অস্বাভাবিকভাবে তাপমাত্রা নেমে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু অভিভাবক ও অভিভাবিকা। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শৈত্যপ্রবাহের প্রকোপ কমলেই পুনরায় ক্লাস শুরু হবে। পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে।

আবহাওয়া জনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সংবেদনশীল পদক্ষেপ নিয়ে পড়ুয়াদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়াই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে উঠেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service