2025-08-09
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

ট্রাম্পের শুল্ক চাপে ধস শেয়ার বাজারে

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের এই বাড়তি হারে শুল্ক ঘোষণার পরই বড় ধাক্কা ভারতের শেয়ার বাজারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নতুন শুল্ক নীতির প্রভাবে ভারতের অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স পড়ে যায় ৫৬০ পয়েন্টেরও বেশি, পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনা আপাতত বন্ধ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই ধস নামে শেয়ার বাজারে।

১৫০বিশেষজ্ঞদের মতে, মার্কিন ‘শুল্ক চাপ’ ভারতীয় অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলবে। প্রথম দফায় যখন ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করা হয় তখনই আশঙ্কা করা হয়েছিল স্মার্টফোন, ওষুধ, টেক্সটাইল, রত্ন ও অলঙ্কার এবং অটোর যন্ত্রাংশের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের উপর এর প্রভাব পড়তে চলেছে। ভারতীয় টাকার উপর চাপ বৃদ্ধি এবং শেয়ার বাজারে অস্থিরতার আশঙ্কা করা হয়েছিল তখনই।

ট্রাম্প শুল্কের হার ৫০ শতাংশ ঘোষণা করার একদিনের মধ্যেই ভারতের শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে। বৃহস্পতিবার দিনের শুরুতেই সেনসেক্স সূচক ৩৩৫.৭১ পয়েন্ট পড়ে গিয়ে ৮০,২০৮.২৮-এ দাঁড়ায়, আর নিফটি সূচক ১১৪.১৫ পয়েন্ট কমে ২৪,৪৬০.০৫-এ নেমে আসে। শুধু সংখ্যার তারতম্যের ক্ষেত্রেই নয়, শেয়ার বাজারের এই পতন আন্তর্জাতিক বাণিজ্য নীতির ক্ষেত্রে সরাসরি প্রভাবেরই ইঙ্গিত বহন করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ‘ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে?’

ট্রাম্পের জবাব, ‘না, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না।’ ট্রাম্পের এই অনড় মনোভাবের কারণে বিক্রি হয়ে যাচ্ছে বিদেশি সংস্থার শেয়ার। সম্প্রতি দেশীয় সংস্থাগুলি বেশি পরিমাণে শেয়ার কেনার ফলে ভারতের স্টক এক্সচেঞ্জ খানিকটা শক্তিশালী হয়েছিল। কিন্তু ট্রাম্পের শুল্কবাণের জেরে সেই উত্থান ফের নিম্নগামী। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ায় শেয়ার বাজারে পতন শুরু হয়েছে। যদি এই শুল্ক নীতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের রপ্তানি নির্ভর শিল্প ক্ষেত্র বিশেষ করে বস্ত্র, ওষুধ এবং স্টিল বড় সড় ক্ষতির মুখে পড়তে পারে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এখনও তাদের জিডিপি পূর্বাভাস ৬.৫ শতাংশই রেখেছে, তবে পরিস্থিতির উপর নজর রাখছে। কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট-এর সিইও নিলেশ শাহ বলেন, ‘শুল্ক দ্বিগুণ হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন একসঙ্গে বিনিয়োগকারীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।’

বিশেষজ্ঞদের ধারণা, শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভারতের বৈদেশিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগকারী, যেমন অ্যাপল কিছু ছাড় পাওয়ায় কিছু এশীয় বাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর দ্বিগুণ হারে শুল্ক ধার্য করায় ভারত থেকে আমেরিকায় রপ্তানি ৫০ শতাংশ কাটছাঁট করা হতে পারে, যার ধাক্কা পড়তে পারে শেয়ার বাজারে। ফলে আগামী কয়েকদিন ভারতের শেয়ারবাজারে অস্থিরতা থাকবে বলে মনে করছে বণিক মহল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service