2025-08-30
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

টোকিওতে জাপানের ১৬ গভর্নরের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত ও জাপানের মধ্যে আঞ্চলিক ও প্রাদেশিক স্তরে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়।

কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (X)-এ পোস্ট করে জানান, “ভারত-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। প্রধানমন্ত্রী মোদী টোকিওতে ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে বৈঠকে রাজ্য-প্রিফেকচার পার্টনারশিপ ইনিশিয়েটিভের গুরুত্ব তুলে ধরেন এবং ১৫তম বার্ষিক সম্মেলনে গৃহীত উদ্যোগের বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আলোচনায় প্রযুক্তি, উদ্ভাবন, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, স্টার্ট-আপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SMEs)-এর ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে কথা হয়।”

বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সরাসরি ভারতীয় রাজ্য ও জাপানি অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, এই সহযোগিতা প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগ খাতে দুই দেশের সম্পর্ককে নতুন দিশা দেবে।

এছাড়া শুক্রবার ভারত ও জাপান যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উদ্যোগ চালুর ঘোষণা করেছে, যা বৃহৎ ভাষা মডেল (LLMs), প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা ও স্টার্ট-আপগুলোকে সহায়তা করার মাধ্যমে এক বিশ্বাসযোগ্য AI ইকোসিস্টেম গড়ে তুলবে। সফর চলাকালীন দুই দেশ ‘ডিজিটাল পার্টনারশিপ ২.০’ বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে।

প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী ইশিবাকে আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ ভারতে আয়োজিত AI Impact Summit-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। দুই প্রধানমন্ত্রীই স্টার্ট-আপগুলোর প্রসারে যৌথ সমর্থনের ওপর জোর দেন এবং Japan-India Startup Support Initiative (JISSI)-এর মাধ্যমে দুই দেশের স্টার্ট-আপগুলোর কার্যক্রম ভারতে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।

এর আগে, ইন্ডিয়া-জাপান বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “জাপানের প্রযুক্তি ও ভারতের মেধা একসঙ্গে মিলে এই শতাব্দীর প্রযুক্তি বিপ্লবের পথপ্রদর্শক হবে।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service