2024-11-15
agartala,tripura
রাজ্য শিক্ষা

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে আবারো শিক্ষাভবনের সামনে বিক্ষোভ পদর্শন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা। অভিযোগ শিক্ষক স্বল্পতার কারণে ব্যাঘাত ঘটছে পঠনপাঠনের। নিয়োগ করছে না শিক্ষক। অথচ টেট উত্তীর্ণ বেকার বসে আছে। তাদের নিয়োগের ব্যাপারে কোন পদক্ষেপই নিচ্ছে না শিক্ষা দপ্তর। শিক্ষক স্বল্পতা থাকলেও ২০২২ সালে টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগ করার দাবি চাকরি প্রত্যাশীরা জানিয়ে আসছেন।

কয়েকদিন পর পর তারা শিক্ষা ভবনের সামনে এসে বিক্ষোভ=ডেপুটেশন সংগঠিত করলেও কোন সুরাহা হচ্ছে না। ফের শুক্রবার চাকরি প্রত্যাশীরা রাজধানীর অফিস লেন শিক্ষাভবনের সামনে আসেন। তারা এদিন কোন আধিকারিকের সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

তাদের অভিযোগ দপ্তর কোন স্পষ্টিকরণ দিচ্ছে না। ফলে হতাশ তারা। টেট উত্তীর্ণদের আরও অভিযোগ সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বহুবার চেষ্টা করলেও সুযোগ পাননি। এই অবস্থায় এদিন ফের তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানান তাদের দ্রুত এক সঙ্গে নিয়োগের।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service