জনতার কলম ওয়েবডেস্ক :- তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং-এর পদত্যাগপত্র গ্রহণ করেছে বিজেপি। রাজ্য সভাপতি নির্বাচনের ঠিক আগে বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা টি রাজা সিং বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। টি রাজা সিং পদত্যাগ করেছিলেন। তিনি এই পদত্যাগপত্রটি তৎকালীন বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডির কাছে পাঠিয়েছিলেন।
টি রাজা সিং হায়দ্রাবাদের গোশামহল আসনের বিধায়ক। তেলেঙ্গানার নতুন রাজ্য সভাপতি হিসেবে এন রামচন্দ্র রাওকে নিযুক্ত করেছে বিজেপি। রামচন্দ্র রাও-এর নিয়োগের আগে টি রাজা সিং বলেছিলেন যে অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তাঁর নাম সুপারিশ করেছিলেন। এই অভিযোগগুলির সাথে সাথে টি রাজা সিং দল ত্যাগ করে পদত্যাগ করেছিলেন।
Leave feedback about this