2024-12-15
agartala,tripura
রাজ্য

টি আর টি সি তে এবার চালু হলো ই টিকিটিং ব্যবস্থা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থা ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগম তথা টি আর টি সি তে এবার চালু হলো ই টিকিটিং ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় সোমবার সকালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই ব্যবস্থার সূচনা করলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব। এর ফলে এখন থেকে ঘরে বসেই সাধারণ মানুষ টিআরটিসির টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে প্রাথমিকভাবে এই টিকেটিং ব্যবস্থা চালু করা হয় খোয়াই – আগরতলা ও আগরতলা-সাবরুম সড়কে। এই পদ্ধতি খুব শীঘ্রই আগরতলা- ঢাকা ভায়া কলকাতা বাস পরিষেবার ক্ষেত্রেও চালু করা হবে। শুধু তাই নয় ক্রমান্বয়ে রাজ্যের অন্যান্য সড়কের ক্ষেত্রেও অনলাইন টিকেট ব্যবস্থা চালু করা হবে। এতে করে স্বাভাবিকভাবেই অনেকটা উপকৃত হবেন রাজ্যের পরিবহন যাত্রীরা। সোমবার সকালে এই ই টিকেটিং ব্যবস্থার সূচনা অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়, টিআরটিসির অধিকর্তা অশোক পাল সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব জানান খুব শীঘ্রই আগরতলা থেকে কমলপুরে এসি বাস পরিষেবা চালু করা হবে। এছাড়া এখন থেকে এই টিআরটিসি থেকেই বিমানের সব ধরনের টিকিট সংগ্রহ করতে পারবেন বিমানযাত্রীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service