জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দল বিজেপির জোট সঙ্গী সমর্থিত তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফ এর অবরোধের জেরে এলপিজি শূন্য সাব্রুম। উল্লেখ্য গত ২১ এবং ২২ শে দুদিন ব্যাপী ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল টিএসএফ এর কর্মীরা। ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
শুধু তাই টিএসএফ এর কর্মীদের আন্দোলনের নাম উশৃঙ্খলতার কারণে শত শত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। যার ফলে এলপিজি সিলিন্ডারের গাড়ি সাব্রুম এলাকায় না পৌঁছানোর কারণে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দেয় সারুমে। যার ফায়দা নেয় কালোবাজারিরা।
বেশি দামে মানুষকে কালোবাজারিদের কাছ থেকে এলপিজি সিলিন্ডার জনয় করতে হয়েছে। তবে মঙ্গলবার থেকে গ্যাস এজেন্সি র গোডাউন থেকে পুনরায় গ্রাহকদের গ্যাস দেওয়া হবে বলে জানান সাব্রুম স্থিত খুশি মাতা ইন্ডেন সার্ভিসের অফিস ম্যানেজার বিষ্ণুপদ ভৌমিক। এদিকে গ্যাস সঙ্কটকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গ্রাহকদের বাড়তি প্যাকেট কাটতে ময়দানে নেমে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে সিলিন্ডান এনে সাক্রমে সরবরাহ করা হচ্ছে।
Leave feedback about this