জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে ঢলে পড়েছেন সাবরুমের টাবলু । প্রসঙ্গত টাবলু ছিল সাবরুম মহকুমার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তার ভালো নাম ছিল গৌর সুন্দর বসাক , বাবা অশোক বসাক । টাবলুর অকাল প্রয়াণে গভীর মর্মাহত গোটা সাবরুম এলাকার ব্যবসায়িক মহল । প্রসঙ্গত রাত্রি আনুমানিক সাড়ে দশটা নাগাদ ছয় দিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিল টাবলু । পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাইক এসে টাবলুকে আঘাত করেছিল । এ নিয়ে টাবলুর পরিবারের পক্ষ থেকে সাব্রুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা যায় ।
Leave feedback about this