জনতার কলম ওয়েবডেস্ক :- জি ২০ শীর্ষক সম্মেলনকে সামনে রেখে আমাদের দেশকে ইন্ডিয়া এর পরিবর্তে ভারত বলে সম্বোধন করাকে কেন্দ্র করে দেশের বিরোধী দলগুলোর মধ্যে বিশেষ করে ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এই দলগুলোই ভারত নামের প্রতিবাদে সোচ্চার হয়েছে , এর প্রতিফলন হিসাবে সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে “সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ‘ভারত যে ভারত হবে রাজ্যগুলির একটি ইউনিয়ন’… এটি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা… আইআইটি, আইআইএম , এই সবের মধ্যে ভারত আছে। এখন পর্যন্ত ভারত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন… এটিকে ‘ভারত’ করার পিছনের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। ভারতের নাম নিয়ে বিরোধী দল ও ধর্মনিরপেক্ষ শক্তি একত্রিত হয়েছে। (বিজেপি) ভারতের সাথে এতটাই উত্তেজিত যে তারা ‘ভারত’ ব্যবহার করা শুরু করেছে।
দেশ
রাজনৈতিক
জোরেগা ভারত জিতেগা ইন্ডিয়া : সীতারাম
- by janatar kalam
- 2023-09-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this