জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-র চেয়ারম্যান শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
রাজনৈতিক সূত্রের খবর, আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তাদের শরিক দল তিপ্রা মথার মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন এই সফরকে বিশেষ তাৎপর্য দিয়েছে। বর্তমানে তিপ্রা মথা পরিচালিত আদিবাসী পরিষদের পাঁচ বছরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ এপ্রিল, ২০২৬।
হিমন্ত বিশ্ব শর্মার ত্রিপুরা সফরের ঠিক একদিন আগে তিপ্রা মথার একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহার বাসভবনে সাক্ষাৎ করে ককবরক ভাষার জন্য রোমান লিপি গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি পেশ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিসির নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ককবরক ভাষার লিপি সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানে আগের তুলনায় কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক মহলের মতে, নেডা চেয়ারম্যান হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার এই সফর বিজেপি ও তিপ্রা মথার মধ্যে চলমান মতপার্থক্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এডিসি নির্বাচনের আগে জোটের অস্বস্তি দূর করে সমন্বয়ের পথে ফেরাই এই সফরের অন্যতম লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।


Leave feedback about this