জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে যে সমাবেশ হতে চলেছে তা ঐতিহাসিক রূপ নেবে। কারণ ৭ বছরের উন্নয়নের কর্মযজ্ঞের ফল রাজ্যের প্রতিটি কোনায় কোনায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই দাবি করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সমাবেশের আগের দিন শনিবার দলের প্রদেশ কার্য্যলয়ে এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সকাল ১০ টায় সমাবেশ শুরু হবে। থাকবেন দলের সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে স্বেচ্ছাসেবকরা থাকবেন। প্রতিটি বুথ থেকে কার্যকর্তারা আসবেন। যারাই সমাবেশে আসবেন তাদের কাছে তিনিদলের পক্ষ থেকে একটাই বার্তা দেন যেন সুশৃঙ্খল ভাবে নিরাপদে জনসভায় আসতে পারেন এবং পুনরায় বাড়িতে পৌঁছতে পারেন। তিনি এদিন বিরোধী সিপিএমের সমালোচনা করতেও ছাড়েননি।
তবে জেপি নাড্ডা আসবেন বলে সিপিএম যে প্রচার করছে তাকে অবশ্য ইঙ্গিতপূর্ণ ভাবে স্বাগত জানান। সিপিএমের সমর্থকদেরও মাঠে আসার আহ্বান জানান সুব্রত বাবু। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল অংশের মাতৃ শক্তিকে দলের পক্ষ থেকে এদিন শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।
Leave feedback about this