2024-12-17
agartala,tripura
রাজ্য

জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সরব হলো চাকরি প্রত্যাশীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- থমকে রয়েছে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ প্রায় দুই বছর হতে চললেও দপ্তর জেল পুলিশে ২৪৯ জন নিয়োগের বিষয়ে চুপ হয়ে বসে আছে। তা আর এগুচ্ছে না। অথচ নিয়োগের দাবিতে চাকরিপ্রত্যাশীরা বার কয়েক আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও বিফল হয়। ফলে চাকরি প্রত্যাশী বেকারদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে।

তাই বুধবার ফের চাকরিপ্রার্থীরা আই জি প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দাবি জানায় আসন্ন দুর্গা পূজার আগে যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চাকুরি প্রত্যাশিতরা বুধবার আইজি প্রিজনের কাছে ডেপুটেশন দেন।

তাদের দাবি জেল পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার। চাকুরি প্রত্যাশিতরা জানায় ২০২২ সালে জেল পুলিশ পদে চাকুরির জন্য শারীরিক মাপ নেওয়া হয়। তারপর নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কি অবস্থায় রয়েছে তারা তা জানে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে তা কারো বোধগম্য হচ্ছে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service