2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

জেল থেকে পালালো খুনের সাজাপ্রাপ্ত আসামী স্বর্ণ কুমার ত্রিপুরা

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আসামী পালিয়ে যাওয়ার অভিযোগ। এবার খুনের সাজাপ্রাপ্ত আসামী স্বর্ণ কুমার ত্রিপুরা জেল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সংশোধনাগারে ছুটে যান জেলা পুলিশ সুপার, আইজি প্রিজন সহ বিশালগড় থানার বিশাল পুলিশ। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করলো বিশালগড় থানার পুলিশ।

জানা যায় স্বর্ণকুমার ত্রিপুরার বাড়ি দক্ষিণ মনুবাজার ছোট শাকবাড়ি এলাকায়। ২০১৪ সালে একটি চুরির মামলায় দক্ষিণ মনুবাজার কেন্দ্রীয় কারাগারে সাজা কাটানোর সময় সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মীকে খুন করেছিল পলাতক আসামী।সেই খুনের মামলায় সাহা হয় স্বর্ণ কুমার ত্রিপুরার। দীর্ঘদিন ধরে বিশালগড় কেন্দ্রীয় কারাগারে সাজা কাটানোর সময় ৪ বছর আগে দ্বিতীয় বার পালিয়ে যায় এই আসামী।

পরবর্তী সময় তাকে বহিঃরাজ্যের থেকে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করে কেন্দ্রীয় সংশোধানাগরে নিয়ে আসেন। মঙ্গলবার বিশালগড় অ্যাটেনডেন্স নেওয়ার সময় দেখা যায় আসামী স্বর্ণ কুমার ত্রিপুরা অনুপস্থিত। শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। মুহূর্তের মধ্যে শুরু হয় খোঁজাখুজি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় সংশোধনাগারে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ভি জে রেড্ডি, আইজি প্রিজন সহ বিশালগড় থানার পুলিশ।

পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা গ্রহণ করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এতো নিরাপত্তার মধ্যেও কি করে একজন আসামী এভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যে কিনা এর আগেও পালিয়েছে তাকে নিয়ে কেন বেশি সতর্কতা অবলম্বন করা হয়নি? কোথায় গলদ? দাবি উঠেছে ঘটনার তদন্তক্রমে পলাতক আসামিকে খুঁজে বের করা ও কারোর দায়িত্বে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service