জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাসপাতালের জেনেরিক মেডিসিন কাউন্টারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এবার সোচ্চার হল হাসপাতালের বাইরে থাকা ঔষধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ খোলা বাজারের তুলনায় জেনেরিক কাউন্টারে ওষুধের দাম অনেকটা বেশি নিয়ে প্রতিদিন পকেট কাটছে রোগী ও তার পরিজনদের। শুধু তাই নয়, নিয়ম অমান্য করে বাঁকা পথে কোন ধরনের টেন্ডার ছাড়াই হাসপাতালের ভিতরে চলছে জেনারিক মেডিসিন কাউন্টার। এরকম কম বেশ কয়েকটি অভিযোগ এনে অবিলম্বে বেসরকারি সংস্থা পরিচালিত মেডিসিন কাউন্টার বন্ধ করার দাবিতে রাস্তায় নামলেন স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা। ঘটনা সোমবার দুপুরে হাঁপানিয়া হাসপাতাল চত্বরে। হাঁপানিয়া হাসপাতালের ভিতর সম্পত্তি একটি বেসরকারি সংস্থা রোগীদের সস্তা ওষুধ ব্যবহার না করে জেনেরিক মেডিসিন কাউন্টার খুলেছে। কিন্তু দেখা যায় বাইরে ওষুধের দাম যেরকম তার তুলনায় অনেকটা বেশি দামে জেনেরিক কাউন্টার থেকে ঔষধ বিক্রি করা হচ্ছে। এতে করে রোগী ও তার পরিজনেরা আর্থিক দিক দিয়ে একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি ব্যবসার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাসপাতালে বাইরে থাকা ঔষধ ব্যবসায়ীরা। তাই অবিলম্বে এই জেনেরিক মেডিসিন কাউন্টার বন্ধের দাবিতে সোমবার হাসপাতাল চত্বরে প্রতিবাদ সভা সংঘটিত করে। পরে ব্যবসায়ীরা হাসপাতালের এম এস এর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। হাপানিয়া হাসপাতাল চত্বরে প্রায় ৩০ জন ঔষধ ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই রোগী ও তার পরিজনদের পরিষেবা দিয়ে আসছে। করোনা কালীন সময়েও জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যবসায়ীরা ঔষধ সরবরাহের কাজ অব্যাহত রাখে। এর মধ্যেই কোন ধরনের টেন্ডার ছাড়া হাসপাতালের ভেতরে মেডিসিন কাউন্টার খোলায় আর্থিক দিক দিয়ে এখন ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই ব্যবসায়ীরা। তাই অবিলম্বে এই জেনেরিক মেডিসিন কাউন্টার বন্ধ না করা হলে প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিলেন ব্যবসায়ীরা।
Leave feedback about this