2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

জেআরবিটি পরিচালিত গ্রুপ-ডি পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ চাকরি প্রত্যাশীদের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহুদিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি জেআরবিটি পরিচালিত গ্রুপ-ডি পদে নিয়োগের মেধা তালিকা। অভিযোগ চাকরি প্রত্যাশীরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসে দাবি জানালেও আজ পর্যন্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না। স্বাভাবিক ভাবেই এক প্রকার হতাশ তারা। মঙ্গলবার ফের চাকরি প্রত্যাশীরা শিক্ষাভবনের সামনে এসে বিক্ষোভ দেখান শান্তিপূর্ণ ভাবে।

তাদের দাবি একটাই দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করার। এদিন তারা মুখ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রীর কাছে করজোড়ে এই আবেদন জানান। চাকরিপ্রত্যাশীরা জানান ২০২০ সালে গ্রুপ-ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করোনার কারনে এক বছর পর পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি। বহুবার তারা জেআরবিটি অফিসে এসেও নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আজ পর্যন্ত কেন গ্রুপ- ডি পদে লোক নিয়োগ করা হচ্ছে না স্পষ্ট করছে না কর্তৃপক্ষ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service