2024-12-19
agartala,tripura
রাজ্য

জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত ১,৯৮০ জনকে বিভিন্ন দপ্তরে অফার দেওয়া শুরু : অর্থমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে নিয়োগের অফার দিলেন নিজ হাতে। উল্লেখ্য, অফারপ্রাপ্ত এই ১০ জন জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের হাতে অফার তুলে দিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করে ও পর্যায়ক্রমে তা সম্পন্ন করা হচ্ছে। জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত ১,৯৮০ জনকে বিভিন্ন দপ্তরে অফার দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে আজ অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে অফার দেওয়াহয়। অর্থমন্ত্রী জানান, সরকারের উন্নয়নমূলক কাজে গতি আনতেসরকার পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service