জনতার কলম ওয়েবডেস্ক :- প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তারপরেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার ধানমন্ডি থেকে প্রাক্তন সাংসদ মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাঁর ধানমন্ডির বাড়িতে পুলিশ গিয়েছিল। স্টার কাবাবের পেছনে তাঁর বাড়ি।
সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার গ্রেফতারের পর মঙ্গলবারই তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে তোলা হয়। এবং চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন আদালত-সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
Leave feedback about this