2025-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

‘জি রামজি বিল’ বাতিলের দাবিতে শহরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রবিবার এমজিএনরেগার নাম পরিবর্তন করে প্রস্তাবিত ‘জি রামজি বিল’ অবিলম্বে বাতিলের দাবিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেসের কর্মী-সমর্থকরা। মিছিল শেষে প্রতিবাদ আরও তীব্র করে তুলতে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া কংগ্রেস নেতারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্পোরেটমুখী নীতির অভিযোগ তোলেন। কর্মসূচি চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় সরকার কর্পোরেট গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতেই একের পর এক প্রকল্প ঘোষণা করছে। এর ফলে দেশের ধনী গোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত হলেও সাধারণ মানুষের আর্থিক ভিত ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে তিনি দাবি করেন।

প্রবীর চক্রবর্তী আরও অভিযোগ করেন, রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ, বিমান পরিষেবা, জল পরিবহণ, রেল পরিষেবা সহ একাধিক লাভজনক সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণের পথে এগিয়ে যাচ্ছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, মজুরি কমছে এবং সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাহীনতা উদ্বেগজনকভাবে বাড়ছে।

এছাড়াও সংসদে পাশ হওয়া শ্রম কোড সম্পর্কিত আইনগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘শ্রম কোড’-এর নামে যে আইনগুলি আনা হয়েছে, তা কার্যত শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের অধিকার খর্ব করছে। এই আইনগুলির মাধ্যমে শ্রমজীবী মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থবিরোধী এইসব নীতি অবিলম্বে প্রত্যাহার না করা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service