2025-11-04
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডের মাস্টারমাইন্ড ধরা! কলকাতা থেকে আগরতলায় আনা হল অরুণ ঘোষকে

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- উত্তর-পূর্বের মাদক চক্রের অন্ধকার জগতে একটি বড় ধাক্কা! জিরানিয়া রেল স্টেশনে বিপুল ফেন্সিডিল উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার পর দীর্ঘ তদন্তের অবসান ঘটিয়ে মূল হোতা অরুণ কুমার ঘোষকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কলকাতার এক গোপন অভিযানে ধরা পড়া এই ‘মাদক সম্রাট’কে ট্রানজিট রিমান্ডে আজ দুপুরে আগরতলায় নিয়ে আসা হয়েছে। এই গ্রেপ্তারি শুধু একটি মামলার সমাধান নয়, বরং পুরো অঞ্চলের চোরাচালান নেটওয়ার্কের পর্দা ফাঁস করতে চলেছে!

সূত্রের খবর, কলকাতায় একটি বিশেষ অভিযান চালিয়ে অরুণ ঘোষকে হাতেনাতে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চের একটি দল। এরপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাঁকে আজ দুপুরে আগরতলায় নিয়ে আসা হয়। ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রাহুল আলম জানিয়েছেন, “আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এই গ্রেপ্তারি আমাদের তদন্তকে নতুন গতি দেবে।”

এই মামলায় এখনও পর্যন্ত তিনজন আটক:

হিমাংশু ঝাঁ: চালান পরিবহনে সহায়ক।

রাজীব দাশগুপ্ত: নেটওয়ার্কের মধ্যস্থতাকারী।

অরুণ কুমার ঘোষ: মূল হোতা ও চক্রের মাস্টারমাইন্ড।

তদন্তকারীদের মতে, অরুণ ঘোষের গ্রেপ্তারি উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয়। তাঁর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে:

চোরাচালানের বিস্তৃত রুট (কলকাতা-ত্রিপুরা-আসাম)।

পর্দার আড়ালে থাকা অন্যান্য বড় মাছ।

অর্থের লেনদেন ও স্থানীয় সহযোগীদের নাম।

এই অভিযান দেখিয়ে দিচ্ছে, ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কতটা সতর্ক ও দক্ষ। মাদকের বিষ ছড়ানোর এই জাল ছিঁড়ে ফেলার লড়াইয়ে এটি একটি উজ্জ্বল অধ্যায়। তবে প্রশ্ন থেকে যায়—এর পর কতগুলো মুখ প্রকাশ্যে আসবে? তদন্ত চলছে, আর গোটা রাজ্য অপেক্ষায় রয়েছে পরবর্তী আপডেটের জন্য!

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service