জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর জিবিপি হাসপাতালে বিক্ষোভে শামিল হয়েছে করোনা কালে নিয়োজিত স্টাফ নার্সরা। জিবি হাসপাতালে করোনা কালে নিয়োজিত করা হয়েছিল প্রায় ১০০ জন স্টাফ নার্স। যাদেরকে নিয়মিত বেতন প্রদান করা হচ্ছে না। অভিযোগ, স্পর্শকাতর সময় নিজেদের জীবন বাজি রেখে মানুষের জীবন রক্ষা করেছিল যে সমস্ত নার্সরা আজ তাদের জীবন বিপর্যস্ত। সরকার থেকে বলা হয়েছিল নিয়মিত নার্স নিয়োগ করার সময় পরীক্ষায় তাদেরকে ১০-১৫ নম্বর করে এক্সট্রা দেওয়া হবে। বাস্তবে নিয়োগ দুরস্ত তাদের কর্মসংস্থানের কোন স্থায়ী সমাধান হচ্ছে না। এ নিয়ে তিনবার বিক্ষোভ প্রদর্শন করেছিল নার্সরা। দেখা করেছিল হাসপাতাল সুপার এর সাথেও। বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে বেশ কয়েকবার দেখা করার আবেদন জানিয়েও দেখা করতে পারেনি। এই অবস্থায় নিজেদের অসহায় বোধ করছে স্টাফ নার্সরা। তাদের দাবি অবিলম্বে যাতে তাদেরকে নিয়মিত ভাবে নিয়োগ করা হয় হাসপাতালে। নতুবা আগামী দিনে আরও তেজী আকার ধারণ করবে আন্দোলন।
Leave feedback about this