জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের অন্যতম সরকারি প্রধান হাসপাতাল জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের আরো একবার উঠলো প্রশ্ন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন না রোগে আক্রান্ত হয়ে প্রচুর সংখ্যক মানুষ ছুটে আসেন সরকারি স্বাস্থ্যপরিসেবা নিতে। আর এই পরিষেবা নিতে এসে প্রতিনিয়তই নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে রোগীসহ তার পরিজনেরা। এমনিতেই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে রয়েছে বহুবিধ সমস্যা। সমস্যা সমাধানে কোন ধরনের হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এবার অসুরক্ষিত রিপোর্ট কার্ড নিয়ে বিপাকে পড়ছেন রোগীর পরিজনেরা। হাসপাতাল থেকেই মোটা অংকের অর্থের বিনিময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীরা করছেন সিটি স্ক্যান থেকে শুরু করে এমআরআই এক্সরে সহ আরো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করার পর রুগীর পরিজনদের হাতে কর্তৃপক্ষ তুলে দিচ্ছে অসুরক্ষিতভাবে রিপোর্ট কার্ড।যে রিপোর্ট কার্ড হাতের ছাপে নষ্ট হয়ে পড়ছে। এতে করে অনেককেই আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। কোন ধরনের আবরণ ছাড়াই এভাবে রিপোর্ট কার্ড প্রদানের ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয়বার পরীক্ষা নিরীক্ষার জন্য আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন রোগীর পরিজনেরা। অভিযোগ গত বেশ কিছুদিন ধরেই চলছে এধরনের ঘটনা। আর এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন অনেকে। তাই বিষয়টি গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।
রাজ্য
স্বাস্থ্য
জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের আরো একবার উঠলো প্রশ্ন
- by janatar kalam
- 2023-10-30
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this