জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একের পর এক ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আসছে। আবারো এক নাবালকের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে ছত্বন্ড তে বিদ্যুৎ বিভ্রাট। মোবাইলের আলোয় একটি ইজেকশন পুশ করতেই মৃত্যু হলো নাবালকের। দাবি উঠেছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির। আর কবে শোধরাবে স্বাস্থ পরিষেবার হাল।
একের পর এক ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আসছে। রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় জমছে। বমি ও বুকে ব্যথা হাসপাতালে গিয়েছিলো রাজধানীর ৭৯টিলা এলাকার ১৪ বছরের কিশোর কুনাল দাস। প্রথমে তাকে ইমার্জেন্সিতে দেখে ব্যবস্থাপত্র লিখে দেওয়া হয়। বাড়িতে গিয়ে কুনাল ফের অসুস্থতা বোধ করে। তার মা পুনরায় ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখান থেকে আই সি ইউতে ভর্তি রাখা হয়।
ছেলের অবস্থার কিছুটা উন্নতিও হয় বলে মা জানান। হঠাৎই বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে মোবাইলের আলোয় ছেলেকে একটি ইঞ্জেকশন পুশ করতেই মৃত্যু হয় তার। এখন প্রশ্ন হচ্ছে আই সি ইউতে কেন বিদ্যুৎ বিভ্রাট? কি ইনজেকশন দেওয়া হবে ছিল কুণালকে যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়া সত্ত্বেও মৃত্যুহলো? আদো কি এর তদন্ত হবে?
এখন পর্যন্ত রাজ্যে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর কারণে কাওকে শাস্তি পাওয়ার খবর পাওয়া যায়নি। হাসপাতালে এই ধরণের কোনো ঘটনা ঘটলেই বেসরকারি সিকিউরিটি গার্ড কর্মীরা ভিড় জমিয়ে ফেলেন যেন রোগীর পরিবার কোনো রকম ক্ষোভবিক্ষোভ প্রকাশ করতে না পারেন।
Leave feedback about this