জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জীতেন্দ্র চৌধুরীকে মেলারমাঠে ঢুকিয়ে রাখার হুঁশিয়ারি রতনের। উল্লেখ্য সোমবার ছিল বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের শুরুতেই উত্তপ্ত ছিল বিধানসভা। বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী যখন দীর্ঘক্ষণ যাবৎ রাজ্য সরকারের বাজেট নিয়ে সমালোচনা করছিল তখন অধ্যক্ষের তরফ থেকে বলা হয় জীতেন্দ্র বাবু আর আলোচনা করতে পারবে না, কারণ উনার নাকি সময় শেষ।
তাতেই রেগে যান জীতেন্দ্র চৌধুরী, জীতেন্দ্র বাবুর বক্তব্য কেন বিধানসভায় বিরোধীদের সঠিক ভাবে কথা বলতে দেওয়া হয় না। তিনি রেগে গিয়ে উনার টেবিলে থাকা প্রয়োজনীয় নথিপত্র ছুড়ে ফেলে দেয়, ফলে রেগে যান শাসক দলের মন্ত্রী রতন লাল নাথ। রতন নাথের বক্তব্য জীতেন্দ্র চৌধুরী অশোভনীয় আচরণ করেছে। তখনই রেগে গিয়ে জীতেন্দ্র চৌধুরীকে মেলারমাঠে ঢুকিয়ে রাখার হুঁশিয়ারি দেন মন্ত্রী রতন লাল নাথ। তখন বসে নেই বাম বিধায়করা, রতন নাথের এই ধরণের বক্তব্যের প্রতিবাদ করেন তারা।
Leave feedback about this