2024-12-29
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব রাজনৈতিক

জার্মানি ও আমেরিকার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মন্তব্য করল জাতিসংঘ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানি ও আমেরিকার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মন্তব্য করল জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘আশা’ ব্যক্ত করেছেন যে ভারত এবং অন্য যে কোনো দেশে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে জনগণের ‘রাজনৈতিক ও নাগরিক অধিকার’ সুরক্ষিত হবে।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন। তিনি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার এবং বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের উপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

জাতিসংঘ কি বলেছে?

ডুজারিক বলেছেন, ‘আমরা খুব আশা করি যে ভারত এবং অন্য যে কোনও দেশে যেখানে নির্বাচন হতে চলেছে, রাজনৈতিক ও নাগরিক অধিকার সহ সকলের অধিকার সুরক্ষিত হবে। এ ছাড়া সবাই অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service