2024-12-14
agartala,tripura
রাজ্য

জামাইষষ্ঠী উপলক্ষে বাজারের পন্য সামগ্রির অগ্নিমূলে হাতে ছ্যাঁকা লাগে জনগণের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাজ্যের ঘরে ঘরে পালিত হচ্ছে পারিবারিক মেলবন্ধনের পার্বণ জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী উপলক্ষে বাজারের পন্য সামগ্রির অগ্নিমূলে হাতে ছ্যাঁকা লাগে জনগণের। এই অবস্থায় সাধ আর সাধ্যের মধ্যে মেলবন্ধন ঘটিয়েই কেনাকাটা সারেন গৃহস্হরা। জৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী। জামাইদের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা পালন করে থাকে এই ব্রত।

এবার জামাই ষষ্ঠী পড়েছে ২৯ জ্যৈষ্ঠ ,১২ জুন বুধবার। জামাইষষ্ঠী উপলক্ষে বাড়ি ঘরে কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ২-৩ দিন আগে থেকেই ।বুধবার ষষ্ঠীর দিনে ছিল গৃহস্থের হাটে বাজারের ফিনিশিং টাচ। ষষ্ঠী উপলক্ষে গত কয়েকদিনের মতো বুধবারও রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে ছিল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য। জামাইষষ্ঠীতে আদরের জামাইকে মধ্যাহ্নবোঝনেরও এক ব্যবস্থা থাকে ।এই ক্ষেত্রে মাছের চাহিদা থাকেই।

এদিনও বাজার গুলিতে মাছের চাহিদা ছিল ।রাজধানীর বিভিন্ন বাজারে এদিন পাবদা মাছ বিক্রি হয় প্রতি কিলো ৪০০ টাকায়। রুই ,কাতলা ,আইর, বোয়াল প্রভৃতি মাছ বিক্রি হয় ৫০০ টাকা কেজি দরে। গোয়ালদা চিংড়ির দাম ছিল ৭০০ টাকা কিলো ।তবে সবচেয়ে বেশি দাম ছিল ইলিশ মাছের। এক কিলো ওজনের নিচের ইলিশ মাছের বিক্রি হয় ৮০০ থেকে ১০০০ টাকায়।

এক কিলো থেকে দেড় কিলো ওজনে ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫ ০০ থেকে ১৮০০ টাকা কিলো দরে। আর দুই থেকে আড়াই কিলো ওজনে ইলিশ মাছের মূল্য ছিল প্রতি কিলো ২৫০০ টাকা। এদিন এক মাছ ব্যবসায়ী জানান ,জামাইষষ্ঠী উপলক্ষে হরেক রকম মাছেরই আয়োজন রয়েছে মাছ বাজারে ।কিন্তু ক্রেতার উপস্থিতি তেমন একটা নেই। বিষয়টি মাছ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ ফেলেছে বলে জানান তিনি।

তবে মাছ বাজারের দাম চড়া থাকলেও মিষ্টির দরদাম এবছর তেমন একটা বৃদ্ধি পায়নি। রসগোল্লা বিক্রি হয়েছে আট বা দশ টাকায় প্রতিটি। তবে কোন কোন মিঠাই বিক্রি হয়েছে প্রতিটি ১৫ টাকা দরে ।এছাড়া এদিন দই বিক্রি হয়েছে ১৩০ টাকা কিলো দরে। এমনটাই জানালেন রাজধানীর এক মিষ্টি ব্যবসায়ী। জামাই ষষ্ঠী উপলক্ষে বুধবার সবজি বাজারেও ছিল আগুন দর। বারবাড়ন্ত ছিল কাঁঠাল, আম সহ অন্যান্য ফলের দর।

জামাইষষ্ঠী উপলক্ষে অগ্নিমূল্যের এই বাজারে অধিকাংশ ক্রেতাকেই সাধ আর সাধ্যের মধ্যে সামাঞ্জস্য রেখে কেনাকাটা করতে হয়েছে। ইংরেজি মতে আগামী ১২ জুন। ষষ্ঠী তিথি কিন্তু মঙ্গলবার ১১ জুন সন্ধ্যে ৫ টা ৫৮ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে। এই তিথি শেষ হবে ১২ জুন রাত ৭ টা ২৪ মিনিটে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service