জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পবিত্র বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের জাত নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ-এর রাজ্য নেতৃত্বে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে। মন্ত্রী রতন লাল নাথের জাত নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা।
সোমবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। ওই দিন বাজেট নিয়ে আলোচনা চলাকালীন মন্ত্রী রতন লাল নাথ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক সময় মন্ত্রী রতন লাল নাথ বিরোধী দলনেতার জাত নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে বিরোধীরা বিধানসভায় সরব হন। সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বিধানসভার পবিত্র মঞ্চে দাঁড়িয়ে জাত নিয়ে মন্তব্য করা এবং সমাজদ্রোহীদের মত আচরণ করা খুবই নিন্দনীয়।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মেলার মাঠে ঢুকিয়ে রাখার মন্তব্য বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করবে, যা সমাজের জন্য বিপজ্জনক। বাম ছাত্র যুব সংগঠনের নেতারা এই মন্তব্যকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করেন। বামপন্থী ছাত্র যুবরা মন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave feedback about this