2025-03-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত দুই জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত গাড়ি চালক সহ দুজন। বাইক থেকে জাম্প মেরে অল্পেতে প্রাণ রক্ষা করল বাইক চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আই ও সি পেট্রোল পাম্প সংলগ্ন করইলং এলাকায় বুধবার দুপুরে। উল্লেখ্য, বিগত কিছুদিন পূর্বে আসাম আগরতলা জাতীয় সড়কের প্রশস্ত কাজ হয়েছিল। বুধবার তেলিয়ামুড়া থেকে একটি বোলেরো গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।

ভগ্ন বেহাল দুর্দশাগ্রস্ত সড়কটির অবস্থা পরিলক্ষিত করে বোলোরো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছড়াতে পড়ে যায়। জানা গেছে, গাড়িটির আগে একবাইকচালক বাইক নিয়ে যাচ্ছিল। বাইক চালক গাড়িটির গতিবিধি লক্ষ্য করে বাইক থেকে জাম্প মেরে রাস্তায় পরে জীবন ফিরে পায়। এই দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে গাড়ির চালক বিনয় দাস কেগুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

বাইকচালকঅল্প বিস্তর আহত হয়। তবে এলাকাবাসীসহ একাংশ যানবাহন চালকদের দাবি পেট্রোল পাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের ভগ্ন বেহাল দশাকে দায়ি করছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service