2025-04-21
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজ্য

জাতীয় সড়কের কাজ দ্রুততার সাথে শেষ করার বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সাথে বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব 

জনতার কলম ত্রিপুরা ওয়েবডেস্ক:-জাতীয় সড়ক এনএইচ – ৮ এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের জন্য সর্বশেষ সংসদ অধিবেশনে জোড়ালো দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ দিল্লিতে জাতীয় সড়ক এনএইচ – ৮ এর চুড়াইবাড়ি থেকে পানিটিলা পর্যন্ত যথার্থ রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজকে দ্রুততার সাথে অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা সহ চারটি বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরির সাথে দেখা করে দাবি জানান তিনি।

এর মধ্যে রয়েছে, উদয়পুর ফুলকুমারী (NH-8) থেকে অমরপুর (208) রোডটিকে NH এর অধীনে উন্নীত করা, রানীর বাজার ফায়ার সার্ভিস থেকে আগরতলা ISBT পর্যন্ত ৪ লেন, (সার্ভিস রোড) রূপে প্রসারিত করা, কমলপুর শান্তির বাজার রোড (১৪৮ কিমি) – ভায়া আমবাসা -গন্ডাছেড়া -অমরপুর রোডটিকে জাতীয় সড়ক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা। বিষয় গুলির গুরুত্ব অনুভব করে, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service