2024-09-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান কেন্দ্রীয় সরকার ২০২০-সালে শিক্ষানীতির পরিবর্তন করে পাঠক্রমে ইতহাস, বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে একটা খিচুরী শিক্ষা ব্যবস্থা চালু করে অনলাইন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে বলে অভিযোগ । দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার এক তরফা ভাবে এই শিক্ষা নীতি চাপিয়ে দিয়েছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শুরু থেকেই এই শিক্ষানীতির বিরোধীতা করে রাজ্যে রাজ্যে কনভেনশন, সভা, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় কিছু দাবিকে সামনে রেখে ৩-রা ফেব্রুয়ারি ২০২৪ইং নয়াদিল্লির ঘালিব ইনস্টিটিউট অডিটরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে প্রখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবীদ, বিজ্ঞানী, অধ্যাপক, বিচারপতি, উপাচার্য সমেত দেশের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের প্রায় ২৩-টি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এ সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আজ এক কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service