জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় গড়ের তুলনায় অন্ধ্রপ্রদেশের অর্থনৈতিক বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি—এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি এখন শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের গ্রস ভ্যালু অ্যাডিশন (GVA) বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ১১.৩০ শতাংশে, যেখানে গত অর্থবর্ষের একই সময়ে এই হার ছিল ১০.২৬ শতাংশ। পাশাপাশি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP) বৃদ্ধির হার বেড়ে হয়েছে ১১.২৮ শতাংশ, যা আগের বছর ছিল ১০.১৭ শতাংশ। অন্যদিকে, একই সময়ে সারাদেশের জিডিপি বৃদ্ধির হার রয়েছে ৮.৭ শতাংশ।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এনডিএ সরকার রাজ্যকে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে টেনে বের করে সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পথে নিয়ে এসেছে।
মুখ্যমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে প্রায় ২০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যা রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করেছে।
তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথমার্ধের বৃদ্ধির হার অনুযায়ী অন্ধ্রপ্রদেশের জিডিপি ও জিএসডিপি গড়ে ১২.০২ শতাংশে দাঁড়াতে পারে, যেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে জাতীয় গড় ছিল ৯.৮ শতাংশ।
চন্দ্রবাবু নাইডু স্মরণ করিয়ে দেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে অন্ধ্রপ্রদেশের গড় জিএসডিপি বৃদ্ধির হার ছিল ১৩.৪৯ শতাংশ। তবে, ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত আগের সরকারের আমলে এই হার নেমে দাঁড়ায় ১০.৩২ শতাংশে।
তিনি আরও বলেন, যদি ১৩.৫ শতাংশ বৃদ্ধির ধারা অব্যাহত থাকত, তাহলে রাজ্য অতিরিক্ত প্রায় ৭৬ হাজার ১৯৫ কোটি টাকা রাজস্ব আয় করতে পারত।


Leave feedback about this