2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

জল-বিদ্যুতের দাবিতে পথ অবরোধ গিরিবাসিদের, সমস্যা সুরাহার আশ্বাস প্রদ্যোতের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল-বিদ্যুতের দাবিতে পথ অবরোধ গিরিবাসিদের। পথ অবরোধে আটকে পড়লেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। ঘটনা ফটিকরায় ডেমডুম এলাকায়। অভিযোগ, প্রায় ১০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। ফলে ঠিক মতো মিলছে না পানীয় জল। এও অভিযোগ জলের উৎস প্রয়োজন মতো নেই এলাকায়। প্রায় ৩০০ পরিবারের বসবাস এই এলাকায়। সমস্যায় থাকা গিরিবাসিরা ভোগান্তির শিকার।

বাধ্য হয়ে সোমবার ক্ষুব্ধ জনতা ফটিকরায় ডেমডুম এলাকায় পথ অবরোধ করেন। তাদের পথ অবরোধে আটকে পড়েন নির্বাচনী প্রচারে যাওয়া তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যরা। পরে বুবাগ্রা গাড়ি থেকে নেমে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিস ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সমস্যা সুরাহার আশ্বাস দেন। এদিকে পথ অবরোধে দুই দিকে বহু যানবাহন আটকে যায়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service