জনতার কলম ওয়েবডেস্ক :- জল্পনার অবসান। শেষ অবধি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই কে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন অমিত শাহ, জেপি নাড্ডা-রা।
উল্লেখ্য, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী কে হবেন, নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এ নিয়ে রায়পুরে নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠকের পর সিদ্ধান্ত হলো, ৫৭ বছরের তফসিলি সম্প্রদায়ের বিষ্ণু দেও সাই ছত্তিশগড়ের চতুর্থ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-কে এড়িয়ে তফসিলি সম্প্রদায়ের বিষ্ণু সাই-কেই ছত্তিশগড়ের সিংহাসন দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।
Leave feedback about this