2024-09-20
agartala,tripura
রাজ্য শিক্ষা

জলের অপচয় বন্ধের বার্তায় রাজধানীতে কর্মসূচী সচেতনতা মূলক কর্মসূচী মহিলা মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলই জীবন। জলের অপচয় বন্ধের বার্তায় রাজধানীতে কর্মসূচী সচেতনতা মূলক কর্মসূচী মহিলা মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের। সোমবার স্বেচ্ছাসেবকরা লিফলেট বিলি করেন লোকজনের মধ্যে।পৃথিবীর তিন ভাগই জল। তার মধ্যে পানীয় জলের পরিমান খুব কম। প্রতিটি প্রানীর বেঁচে থাকার জন্য জল অপরিহার্য।

সাম্প্রতিককালে এক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিন আফ্রিকার রাজধানী কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষনা করা হয়েছে। তাই মানুষ প্রতিদিন যে পরিমাণ জল অপচয় করেন তা রোধ করতে হবে। এই আহ্বানকে সামনে রেখে সোমবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক সচেতনতা প্রচার কর্মসূচী নেওয়া হয়।

জল অপচয় করবো না, বৃষ্টির জল ধরে রাখবো, পুকুর ভরাট করা বন্ধ করবো এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবো। তাহলেই এই সংকট মোকাবেলা হওয়া সম্ভব। এই আহ্বানকে সামনে রেখে এই প্রচার চালান এন এস এসের স্বেচ্ছাসেবকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service