2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

জলসেচের অভাবে কৃষকের মাথায় হাত,বিপদে পড়বে সাধারণ মানুষ, কোনো হেলদোল নেই রাজ্য সরকারের : পবিত্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলসেচের অভাবে সারা রাজ্যে আমণ চাষ ব্যাহত হচ্ছে। এই শ্রাবণ মাসে এই চাষ পূর্ণ মাত্রায় শুরু হবার কথা থাকলেও নেই বৃষ্টি, রয়েছে জলসেচের অভাব।ফলে তা বন্ধ হতে চলেছে। এর ফলে কৃষকরা তো বটেই রাজ্যেও ব্যাপকভাবে চালের সঙ্কট তৈরি হবে। বিপদে পড়তে চলেছে সাধারণ মানুষ। কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। এমনই অভিযোগ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং জল সম্পদ দফতর ঠান্ডা ঘরে বসে ভাতঘুমে আচ্ছন্ন বলেও অভিযোগ। তাই মঙ্গলবার সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল জলসম্পদ দফতরের মুখ্য বাস্তুকারের সাথে এক ডেপুটেশনে মিলিত হয়ে সমস্ত সমস্যার কথা তুলে ধরেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কৃষকসভার সম্পাদক পবিত্র কর, সহ সম্পাদক রতন দাস, মধু সূদন দাস ও সিদ্দিকুর রহমান।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service