জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটররা। পাহাড়ে অতিবৃষ্টির ফলে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পায়।
দক্ষিণ রামনগর এলাকায় হাওড়া নদীর জল বাড়ি ঘরে ঢুকে পড়ে। ফলে অনেক পরিবার বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান,
হাওড়া নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার কারনে দক্ষিণ রামনগর এলাকার বেশ কিছু বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে। শিবিরে আশ্রয় নেওয়াদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় জল ধীরে ধীরে নামতে শুরু হয়েছে।
Leave feedback about this