2024-12-19
agartala,tripura
দেশ রাজ্য

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেকের জীবনধারার একটি বড় ভূমিকা রয়েছে : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার নয়াদিল্লিতে নবম G-20 পার্লামেন্টারি স্পিকার্স সামিট (P-20) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী । বৃহস্পতিবার দিল্লীর যশোভূমিতে পার্লামেন্টারি ফোরাম অন লাইফ (পরিবেশের জন্য জীবনশৈলী) শীর্ষক বৈঠকে রাজ্যসভার একমাত্র মনোনিত সদস্য হিসাবে, অংশগ্রহণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব । P20 শীর্ষ সম্মেলনে এই মূল আলোচনার অধিবেশনের জন্য মনোনীত করায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ধন্যবাদ জানান তিনি । সামাজিক মাধ্যমে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈশ্বিক কর্মকাণ্ডে ভারতের নেতৃত্ব প্রদানের বিষয়টি এই পদক্ষেপের দ্বারা বিশ্বব্যাপী গণ আন্দোলন হিসাবে ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে । শ্রী দেব বলেন, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির সুরক্ষা আমাদের আত্মস্ত । ৫ হাজার বছর পুরানো ভারতীয় সংস্কৃতিতে উদ্ভিদের মধ্যে ঈশ্বর আছে’ এই তত্ত্বে বিশ্বাসী। মিশন লাইফ- ‘পরিবেশের জন্য জীবনধারা (লাইফ) ২০২১ এ অনুষ্ঠিত, COP-২৬ শীর্ষ সম্মেলনে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলবায়ুর প্রেক্ষাপটে সমগ্র বিশ্বকে সংযুক্ত করার জন্য মিশন লাইফ- লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ক্যাম্পেইনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেকের জীবনধারার একটি বড় ভূমিকা রয়েছে। এর উদ্দেশ্য হল কীভাবে আমরা সকলেই আমাদের দৈনন্দিন জীবনে ছোট কিন্তু প্রভাবশালী উদ্যোগ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক অভিযানে যোগ দিতে পারি। রাজ্যসভায় একটি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই ক্ষেত্রে প্রয়াস নিয়েছিলেন বিপ্লব কুমার দেব। সকলকে একত্রিত হয়ে নির্মল পরিবেশের স্বার্থে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান তিনি । প্রসঙ্গত বসুধৈব কুটুম্বকম ভাবনায় – এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’-এই চেতনা নিয়ে, জটিল বৈশ্বিক সমস্যাগুলির ঐক্যমত্য-ভিত্তিক সমাধান প্রদানের লক্ষ্যে মূলত এই আয়োজন । মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন, পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের জীবনে রূপান্তর সহ চারটি বিষয় সম্মেলনে স্থান পাবে । G-20 দেশগুলি ছাড়াও আরও 10টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশ নেবে বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service