জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার জম্মু-কাশ্মীরে যে বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই ঘটনায় একটি বিশেষ সম্প্রদায়ের পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়েছে। রাজ্যেরও বিভিন্ন প্রতিষ্ঠান এই ঘটনার নিন্দায় সরব হয়েছে।
নৃশংস এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় বুধবার রাজধানী আগরতলার শ্যামলীবাজারস্থিত স্কুল অফ সাইন্স। এই সেন্টারে পাঠরত ছাত্রছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে ঘটনার নিন্দা জানান।
স্কুল অফ সাইন্স এর প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য কাশ্মীরের এই ঘটনার নিন্দা জানাতে গিয়ে বলেন, যারা এমন নির্মম ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন সরকার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আগামী দিনে যাতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে তার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সেই সঙ্গে তিনি এই ঘটনায় মৃত পর্যটকদের আত্মার সদগতি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave feedback about this